Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রমিক নং

 সেবার ধরণ

 সেবা গ্রহণকারী সংস্থা/ব্যক্তি

 সেবার বিবরণ

 সেবা প্রদানের স্থান

 সেবা প্রদানের সময় সীমা

০১

যুব প্রশিক্ষণ।

১৮-৩৫ বছর বয়সি বেকার যুব ও যুব মহিলা।

আত্নকর্মসংস্থানের নিমিত্তে দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ প্রদান।

হাঁস-মুরগী, গবাদীপশু, মৎস্য চাষ প্রাথমিক চিকিৎসা, ফ্রিজ এয়ারকন্ডিশন, কম্পিউটার, ইলেট্রিক্যাল এন্ড হাউজ ওয়ারিং, ইলেকট্রনিক্স, সেলাই, নার্সারী, বাঁশবেত যানবাহন চালনা     ইত্যাদি।

অত্র উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন।

৭ দিন/ ১মাস/ ২মাস১৫ দিন/ ৩মাস/৬মাস। 

০২

যুব ঋণ। 

প্রশিক্ষণ প্রাপ্ত যুব ও যুব মহিলা।

প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের প্রকল্প বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে তাদের    মধ্যে ১২,০০০-২০০,০০০/- টাকা   পর্যন্ত ঋণ বিতরণ। 

১বছর/২বছর

০৩

তালিকা ভুক্তি করণ। 

স্থানীয় সংগঠন।

তালিকা ভুক্ত প্রাপ্ত যুব  সংগঠন        সমূহের মাধ্যমে স্বেচ্ছা সেবা মূলক কার্যক্রমে সম্পৃক্তকরণ। 

-

০৪

সংগঠন ভিত্তিক      কার্যক্রম। 

অত্র উপজেলার আওতাধীন যুব উন্নয়ন     অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত যুব সংগঠন সমুহ। 

এক কালীন অনুদান প্রদান এবং বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন মুলক কার্যক্রমে সম্পৃক্ত করন।  

-

০৫

ন্যাশনাল সার্ভিস কর্মসূচি

অত্র উপজেলার        আওতাধীন এইস এস সি থেকে মাস্টার্স পর্য ন্ত সকল শিক্ষিত বেকার যুব ও যুব নারী

উপজেলার আওতাধীন এইস এস সি থেকে মাস্টার্স পর্য ন্ত সকল শিক্ষিত বেকার যুব ও যুব নারীদের দৈনিক ১০০ টাকা হারে তিন মাস মেয়াদী  প্রশিক্ষনের পর মাসিক ৪০০০/- এবং ২০০০/- সঞ্চয়ের  ভিত্তিতে ২ বছরের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংযুক্তি দেয়া হয়।

২ বছর

০৬

ইমপ্যাক্ট 

অত্র উপজেলা        আওতাধীন নির্বাচিত সকল সদস্য।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে খরচ কমাতে বায়োগ্যাস উৎপাদন ও তার সঠিক ব্যাবহার।

০৬ দিন
০৭ উত্তরবঙ্গ  অত্র উপজেলা বেকার যুব ও যুব নারীদের জন্য             ঐ   ০৭ দিন মেয়াদী